অবসরের ঘোষনা দিলেন উমর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অবসরের ঘোষনা দিলেন উমর - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

অবসরের ঘোষনা দিলেন উমর

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক:
সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি পেসার উমর গুল। আগামীতে কোচিং পেশায় নিজেকে জড়াতে চান বলে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্রাত্য এই পেসার। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ হবে খেলোয়াড় হিসেবে তার শেষ আসর। এরপরই অবসরে চলে যাবেন উমর গুল।

এর আগে ক্রিকেটার থাকাকালীনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটিতে তাকে অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় পিসিবিকে।

এসব সমালোচনা এড়াতেই এবার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

পাকিস্তানের হয়ে ১৩০টি ওয়ানডে এবং ৪৭টি টেস্ট এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘদিন আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার ছিলেন উমর গুল। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে তার উইকেটসংখ্যা ৪২৭টি।

এদিকে আসন্ন ঘরোয়া টুর্নামেন্ট শেষে সবধরণের ক্রিকেটকে গুডবাই বলবেন পাকিস্তানের আরেক ক্রিকেটার ইমরান ফরহাত। পাকিস্তানের হয়ে ৪০টি টেস্ট, ৫৮টি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফরহাত।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360