সেরা টেক ডেস্ক:
মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ, রোগীর সকল তথ্য ডাক্তারকে প্রদান করা সহ একজন নার্সের কাজ সূচারুভাবে পালনে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের চার নারী শিক্ষার্থী।
এই চার শিক্ষার্থী হলেন- দূর্গা প্রামানিক, মৌসুমি কণা, সুমনা আক্তার ও আফরিন আহমেদ বৃষ্টি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গণবিশ্বদ্যালয়ের বিভাগীয় প্রধান করম নেওয়াজ এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোবটটির নাম দেয়া হয়েছে অ্যাভওয়ার (এবিএইচডাব্লিউআর )। এটির পূর্ণ রুপ হলো- “অ্যাডভ্যান্সড বাইপোলার হিউম্যানয়েড ওয়াকিং রোবট”।
এই প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, প্রয়োজন অনুযায়ী যে কোনো দিকে চলাচল ও কথা বলতে সক্ষম অ্যাভওয়ার। নার্সের কাজ ছাড়াও যে কোনো অফিসে তাদের উদ্ভাবিত রোবটটি রিসেপশনিস্ট হিসেবেও কাজ করতে পারবে। একইসাথে অনলাইনে বিভিন্ন কাজেও এটি ব্যবহার করা যাবে।
তারা আরও জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগারে এি প্রকল্পের কাজ শুরু হয়। করোনাভাইরাসের কারণে তিন মাস কাজ বন্ধ থাকার পর গত ৯ সেপ্টেম্বর এই প্রকল্পের কাজ শেষ হয়। পরে ২১ সেপ্টেম্বর সিএসই বিভাগ রোবটটি সর্বসম্মুখে আনে।
প্রকল্পের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক শেলিয়া রহমান। কো-সুপারভাইজার হিসেবে কাজ করেন একই বিভাগের শিক্ষক রোয়িনা আফরোজ অ্যানি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন উজ্জ্বল সরকার।
এ প্রসঙ্গে সিএসই বিভাগের প্রধান মো. করম নেওয়াজ বলেন, “আমাদের সিএসই বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট দেয়া হয়। আমাদের শিক্ষার্থীরা অসাধারণ কর্মদক্ষতার অধিকারী। তারা সব সময়ই চমৎকার সব পরিকল্পনা নিয়ে আসে। এবারের এই বিশেষ প্রজেক্টে অংশ নেয়া প্রত্যেকেই মেয়ে। এটি প্রমাণ করে আমাদের দেশের মেয়েরা আর পিছিয়ে নেই।”
রোবটটিকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে আরও কাজ চলছে বলেও জানান তিনি।
সেরা নিউজ/আকিব