সেরা নিউজ ডেস্ক:
ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতি-গোষ্ঠীর করা পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে একতরফাভাবে বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, তিনি নির্বাচিত হলে আবার পরমাণু সমঝোতায় ফিরবেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে জো বাইডেন এ কথা বলেন। তিনি পরমাণু সমঝোতাকে ‘কঠোরভাবে মেনে চলার চুক্তি’ বলে মন্তব্য করেন। খবর সিএনএনের।
জো বাইডেন বলেন, আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে, তা হলে আমেরিকাও তাতে যুক্ত হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে ওই পরমাণু চুক্তি হয়। আর তখন দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এই জো বাইডেন।
পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর নজিরবিহীন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।
তবে বাইডেনের এ ঘোষণার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে।
আর তা হলো- ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অবশ্যই যুক্তরাষ্ট্রকে পুষিয়ে দিতে হবে। এ ছাড়া পরমাণু সমঝোতাকে দুর্বল করতে আমেরিকা যেসব উদ্যোগ নিয়েছে, তা থেকে সরে আসতে হবে তাদের।
উল্লেখ্য, গত মাসে এক বক্তৃতায় জো বাইডেন বলেন, ইরানের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের নীতি ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে যদি তিনি বিজয়ী হন তাহলে ইরানের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ’ স্থাপন করবেন।
সেরা নিউজ/আকিব