মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির নাম ঘোষনা করলেন ট্রাম্প - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির নাম ঘোষনা করলেন ট্রাম্প - Shera TV
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির নাম ঘোষনা করলেন ট্রাম্প

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, শনিবারের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশটির প্রয়াত বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বেডার জিন্সবার্গের স্থালাভিষিক্ত হতে চলেছেন বেরেট।

সম্প্রতি রুথ বেডার প্রয়াত হওয়ার পর শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস একাধিক সূত্রের বরাতে নিশ্চিত করে ব্যারেটকেই বিচারক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। তবে ওই দিন সন্ধ্যায় এই নিয়োগের বিষয়ে জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, শনিবার জানতে পারবেন। তারা প্রত্যেকেই ভালো মানুষ। এদের যে কেউ বিচারক হবেন।

এদিকে শনিবার হোয়াইট হাউসের রোড গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ দেশের অন্যতম উজ্জ্বল এবং প্রতিভাবান আইন বিশারদকে সুপ্রিম কোর্টে মনোনীত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং (মার্কিন) সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট। সে সময় স্বামী ও সাত সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ বছর বয়সী এ বিচারক। এর আগে, ২০১৭ সালে তাকে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বেরেটের নিয়োগ সংক্রান্ত শুনানি সিনেট জুডিশিয়ারি কমিটিতে  শুরু হতে পারে আগামী ১২ অক্টোবর।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ৯জন বিচারক আমৃত্যু নিয়োগ পান। তাদের রুলিং দেশটির সরকারি নীতি নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখে। ৪৮ বছরের ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360