সেরা টেক ডেস্ক:
ব্যবহারকারীরা অনেক সময় খবরের হেডলাইন পড়েই অনেকে খবরের লিঙ্ক শেয়ার করে। এতে ভুয়া নিউজ ছড়ানোর হার বেড়ে যায়। ব্যবহারকারীদের এ প্রবণতা রুখতে খবরটি পড়া হয়েছে কিনা তা জানতে চাইবে টুইটার।
গত জুনে পরীক্ষামূলকভাবে বার্তাটি দেখানো শুরু করে টুইটার। পরীক্ষায় ইতিবাচক ফল আসায় স্থায়ীভাবে বার্তাটি টুইটারে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
টুইটার জানিয়েছে, লেখাটি রিটুইট করতে চান কিনা এমন প্রশ্ন দেখানোর পর ৪০ শতাংশর বেশি ব্যবহারকারী লিঙ্কটিতে ক্লিক করেছেন এবং পুরো লেখা পড়েছেন। কিছু ব্যবহারকারী লিঙ্কে ক্লিক করার পর আর রিটুইট করেননি।
টুইটার জানিয়েছে, কিছু কিছু মিডিয়া ক্লিক বাইট হেডলাইন দিয়ে খবর প্রকাশ করে। এতে করে হেডলাইন পড়ে অনেকে পুরো ঘটনা বুঝতে পারেন না। হেডলাইনকেই সত্যি ধরে নিয়ে খবর শেয়ার করেন। এতে ভুয়া খবর দ্রুত ছড়ায়। এই সমস্যা সমাধানে রিটুইটের আগে লিঙ্কে ঢুঁকে খবর পড়তে উৎসাহিত করা হবে টুইটার।
শীঘ্রই রিটুইট করার বার্তাটি সারা বিশ্বের ব্যবহারকারীদের দেখানো শুরু করবে টুইটার।
সেরা নিউজ/আকিব