বিনোদন ডেস্ক:
বলিউডে মাদক সংশ্লিষ্টতার রহস্য ভেদ করতে রীতিমতো আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।অভিনেতা থেকে পরিচালক যাকেই সন্দেহ হচ্ছে, তার বিরুদ্ধেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে- দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত, শ্রদ্ধা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীকে।
দিনব্যাপী জিজ্ঞাসাবাদের পর চার অভিনেত্রীই দাবি করেছেন, তারা কখনোই মাদক নেননি। তদন্তের স্বার্থে চারজনেরই মুঠোফোন জব্দ করা হয়েছে।
বিশেষ সূত্রের বরাত দিয়ে বিনোদন-ভিত্তিক ওয়েব পোর্টাল পিংকভিলা জানিয়েছে, এবার এই চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করে সেগুলোর মাধ্যমে হওয়া অর্থের লেনদেন খতিয়ে দেখেছে এনসিবি। খতিয়ে দেখা হবে তাদের ব্যাংক স্টেটমেন্টও।
মূলত কোনো মাদক বিক্রেতার সঙ্গে তাদের আর্থিক লেনদেন ছিল কিনা, সেটি নিশ্চিত হওয়ার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক সংশ্লিষ্টতায় প্রথম নাম আসে তার সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম। এরইমধ্যে বলিউডের অধিকাংশ অভিনেতাই মাদকাসক্ত বলে মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুরু হয় তদন্ত। বলা চলে, বর্তমানে মাদক ইস্যুতে বড় ধরনের ঝড় বইছে বলিউডে।
সেরা নিউজ/আকিব