স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস মহামারীর উদ্ভূত পরিস্থিতির কারণে বরাবরের মতোঢাকায় এবার দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবসস্বাভাবিক উদযাপন হবে না।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস মহামারীর কারণে আগামী ৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই
দূতাবাস এবার সিদ্ধান্ত নিয়েছে যে, অনলাইনে একটি ওয়েবসাইট খুলে এবারের জাতীয় দিবস উদযাপন করা হবে। ওই ওয়েবসাইটে প্রচারিত হবেঅভিনন্দন বার্তা, কোরিয়া বাংলাদেশ সম্পর্কের গল্প ও বাংলাদেশি তরুণদের নির্মিত কোরিয়ান সংস্কৃতি ও বিভিন্ন ভিডিওচিত্র। আগ্রহী যে কেউ ওই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে www.bd-korean.com ওয়েবসাইটে আগামী ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীরা এসব অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন।
সেরা নিউজ/আকিব