সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে চলতি বছরের ৩ নভেম্বরের নির্বাচনে এবারও মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন মার্কিন নভোচারী কেট রুবিনস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় মহাকাশে থাকবেন কেট রুবিনস।
এর আগেও যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো।
কেট রুবিনস অক্টোবরের শেষ দিকে ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করবেন তিনি।যুক্তরাষ্ট্রে ‘টেক্সাস ল’ অনুসারে সেখান থেকেই ভোট দেবেন তিনি। বর্তমানে তিনি নাসার গাগরিন কসমোনট ট্রেনিং সেন্টারের (জিসিটিসি) অধীনে মস্কোর স্টার সিটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এবারের সফরে ছয় মাস মহাকাশে থাকবেন তিনি। আরও দুই নভোচারীও থাকবেন তার সঙ্গে।
ভোট দেয়া সম্পর্কে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি বিশ্বাস করি, আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব।
মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন।
সেরা নিউজ/আকিব