ইতালী প্রতিনিধি।।
ইতালি আওয়ামী লীগে যুগ্ম সাধারন সম্পাদক ও অল ইউরোপীয়ান বাংলাদেশ আসোসিয়েশন(আয়েবা)র যুগ্ম মহাসচিব বরিশালের কৃতি সন্তানএম এ রব মিন্টুর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষন কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) জনাব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২অক্টোবর ২০২০খৃঃ শুক্রবার বাদ জুমা ইতালির রজাধানি রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো মক্কি মসজিদে এ দোয়া মোনাজত অুনষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিথ ছিলেন যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, সহ সভাপতি মেহেদি হাসান, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, যুবলীগ ইতালী শাখার জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক রাজিব খান, সম্মানিত সদস্য আব্দুর রহিম সাগর, হিমু ইতালী বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন সহ আরো সামাজিক ওরাজনৈতিক নেতৃবৃন্দ।
মক্কি মসজিদের পেশ ইমাম মাওলানা, মুফতি হাফেজ ওয়ালি উল্লা খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।