যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার তার ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, স্টেপিয়েন বাসায় থেকে কাজ করবেন।
এছাড়াও হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ প্রেসিডেন্টের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ এসেছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত কিন্তু ভালো বোধ করছেন। তার শরীরে কোভিডের মৃদু উপসর্গ রয়েছে। এজন্য সাবধানতার কারণে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
প্রসঙ্গত, মিনেসোটা থেকে একটি সভা করে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস অসুস্থ বোধ করেন।বৃহস্পতিবার তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন। তবে কিছুক্ষণ পর তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ঘোষণা দেওয়া হয়। এদিকে স্ত্রী মেলানিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।