ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। যদি কোনও কারণে দায়িত্ব পালনে ট্রাম্প অক্ষম হয়ে পড়লে তাহলে দায়িত্ব কে নেবে এই নিয়ে আলোচনা হচ্ছে।
কেননা কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এমন অসুস্থ হতে দেখা যায়নি। ট্রাম্পের অসুস্থতা যদি গুরুতর হয় তবে ক্ষমতার মোড় কোন দিকে ঘুরতে পারে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে।
যদি ট্রাম্প সরকার চালাতে না পারেন সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তিনি অস্থায়ীভাবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারবেন। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজন যদি একসঙ্গে অসুস্থ হন, সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ক্ষমতা গ্রহণ করবেন।
আর কোনো কারণে ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসিকে যদি ক্ষমতা গ্রহণ করতে হয়, তবে রিপাবলিকনরা পড়বেন সংকটে, বিশেষজ্ঞদের মতে এতে করে বিশৃঙ্খলা দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে।
এর আগে দুই জন মার্কিন প্রেসিডেন্টের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কিছু সময়ের জন্য তার ভাইস প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। চিকিৎসা-সংক্রান্ত কারণে তিনি লিখিতভাবেই এ দায়িত্ব হস্তান্তর করেন।
আর মাত্র আট ঘণ্টার জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এইচ ডব্লিউ বুশ। পরে রিগ্যান আবার লিখিতভাবে নিজের সক্ষমতার কথা জানালে তিনি দায়িত্বে ফিরে আসেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০০২ সালের ২৯ জুন। চিকিৎসা-সংক্রান্ত কারণে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ওই দিন দুই ঘণ্টার কিছু বেশি সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ডিক চেনি।
এদিকে ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে মার্কিন সংবাদমাধ্যমে এখন সংবিধানের এই ২৫তম সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
সেরা নিউজ/আকিব