সেরা নিউজ ডেস্ক:
বরিশালে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুট ফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতককে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করেছে পুলিশ। মা ও শিশু তারা দুজন সুস্থ আছেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশের গলিতে ওই নারী কন্যাসন্তান প্রসব করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুর রহমান মুকুল ঘটনাস্থলে গিয়ে নবজাতকসহ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
ওসি জানান, গলির মধ্যে সন্তান প্রসবের পর ওই প্রসূতি নারী কাতরাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি বেসরকারি ক্লিনিকের নার্সের সহায়তা নেন। এরপর একটি অ্যাম্বুলেন্সে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে এবং মাকে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা দুজনই সুস্থ আছে।
তিনি আরও জানান, ওই নারীর পরিচয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ জানাতে পারেনি। তিনি নিজের পরিচয় নিজে বলতে পারেন না। তাকে বগুড়া রোড ও সদর রোডসহ আশপাশের এলাকায় ভবঘুরের মতো চলাচল করতে দেখেছেন এলাকাবাসী।
সেরা নিউজ/আকিব