অভিমান ভেঙে অভিনয়ে ফিরছেন ববিতা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অভিমান ভেঙে অভিনয়ে ফিরছেন ববিতা - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

অভিমান ভেঙে অভিনয়ে ফিরছেন ববিতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

ববিতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। সম্প্রতি উইকিপিডিয়ায় সাতটি ভাষায় তুলে ধরা হয়েছে তার ব্যক্তি ও শিল্পীজীবনের নানা অধ্যায়। উইকিপিডিয়ার এই উদ্যোগ ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় নন্দিত এই অভিনেত্রীর সঙ্গে-

সম্প্রতি উইকিপিডিয়ায় সাত ভাষায় আপনার ব্যক্তি ও শিল্পীজীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এ বিষয়টি কীভাবে দেখছেন?

সাত ভাষাভাষীর মানুষ আমার সম্পর্কে জানতে পারবেন- ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে, এক জীবনে যা কিছু করেছি, তার প্রতিফলন এটি। অভিনয় করে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি, সেটাও যেমন ভালো লাগার, তেমনি উইকিপিডিয়ার এ উদ্যোগও আনন্দের।

সারা বছর যাকে নিয়ে এত আলোচনা; অভিনয়ের প্রশংসা শোনা যায়, সেই ববিতাকে আর পর্দায় দেখা যায় না- এর কারণ কী?

অভিমান ছিল বলেই অভিনয় থেকে দূরে ছিলাম। কিসের অভিমান, তা নিয়ে আলোচনায় নাইবা গেলাম। তবে যা নিয়েই অভিমান করি না কেন, অভিনয়ে আবার ফিরব- এটাই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি বিশ্বাস করি, শিল্পীর বিদায় বলে কিছু নেই। তাছাড়া অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণাও দিইনি। যার রক্তে অভিনয় মিশে গেছে, সে কি তা থেকে দূরে থাকতে পারে, পারে না। আমার পক্ষেও এটা সম্ভব নয়।

ক্যারিয়ারের শুরু থেকে গল্প, চরিত্র, নির্মাতা নিয়ে যত বাছবিচার করেছেন, এখনও কি সেটা সম্ভব বলে মনে করেন?

আগে যে ভাবনা নিয়ে অভিনয় করেছি, এখনও সেটাই করতে চাই। আমার কাছে ছবির গল্প, চরিত্র, নির্মাতা আগেও যেমন গুরুত্ব পেয়েছে, এখনও পাবে। যে কোনো বয়সের চরিত্রই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যদি তার গল্প ভালো হয় এবং অভিনয়শিল্পী তার চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এ ক্ষেত্রে নির্মাতারও তার পরিকল্পনা মাফিক কাজটি তুলে ধরতে হবে। সেটা অসম্ভব কাজ বলে আমি মনে করি না।

নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?

লিখিত কোনো চুক্তি এখনও কারও সঙ্গে হয়নি। কয়েকজন নির্মাতার সঙ্গে এর মধ্যে কথা হয়েছে। তার মধ্যে চারটি ছবির গল্প ভালো লেগেছে। সেই গল্পগুলো পড়েই মনে হয়েছে, অনেকদিন তো ঘরে বসে থাকলাম, এবার নিজের জগতে ফেরা যাক।

এখন কোন ধরনের ছবিতে অভিনয় করতে চান?

সাহিত্যনির্ভর ছবি থেকে শুরু করে অ্যাকশন, মেলোড্রামা, রোমান্টিক, ইতিহাসনির্ভর, ফোকসহ প্রায় সব ধরনের গল্পের ছবিতে অভিনয় করেছি। তবে প্রতিটি ছবিতে অভিনয়ের আগে চরিত্র নির্বাচন করেই কাজ করেছি। এখনও সব ধরনের ছবিতে কাজ করতে চাই, যদি তার গল্প ও চরিত্র পছন্দসই হয়।

শুটিংয়ে কবে অংশ নিচ্ছেন?

অভিনয়ের জন্য এখনও কোনো ছবি চূড়ান্ত করিনি। তাছাড়া এখনই ঘরের বাইরে বেরোনোর ইচ্ছা নেই। করোনায় প্রিয় কিছু মানুষকে হারিয়েছি। তাই কাছের মানুষজনও এখনই বাইরে বের হতে নিষেধ করছেন। আর কিছুদিন যাক, তারপর না হয় শুটিং নিয়ে ভাবা যাবে। তাছাড়া সিনেমা বানানো শুরু যখন হয়েছে, তখন ক্যামেরার সামনে দাঁড়াতেও বেশি দিন অপেক্ষায় থাকতে হবে বলে মনে হয় না।

এক সময় যে অঙ্গনে দিনরাত নিবেদিতভাবে কাজ করে গেছেন, সেই বিএফডিসির বদলে যাওয়া রূপ এখন কীভাবে দেখেন?

এফডিসিতে [বিএফডিসি] গেলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যেখানে নাওয়া-খাওয়া ভুলে দিন

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360