করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৩ লাখ শিক্ষার্থী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৩ লাখ শিক্ষার্থী - Shera TV
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৩ লাখ শিক্ষার্থী

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রজুড়ে ৬ মাসে ২ লাখ ৭৭ হাজার ২৮৫ জন স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।১ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের চার শতাংশ স্কুলশিক্ষার্থী। আর এদের মধ্যে যাদের বয়স ৫ থেকে ১১ তাদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বসন্তকালে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালে তা কমে যায়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিবরণীতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ২৮৫ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ হাজার ২৪০ জনকে। এর মধ্যে ৪০৪ জনকে রাখা হয়েছিল আইসিইউতে। এছাড়া ৫১ স্কুলশিক্ষার্থী করোনায় মারা গেছে।

শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল তাদের অবস্থাই বেশি গুরুতর হয়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360