সেরা টেক ডেস্ক:
চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি করেছে টেসলা। আগের যে কোনো বছরের জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ বছরের তৃতীয় প্রান্তিকের রেকর্ড ভঙ্গ করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
গত তিন মাসে ইলন মাস্কের কোম্পানিটি ১ লাখ ৩৯ হাজার ৩০০ গাড়ি বাজারে সরবরাহ করেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৯ সালের একই প্রান্তিকে টেসলা যে পরিমাণ গাড়ি সরবরাহ করেছিল তার থেকে ৪৫ শতাংশ বেশি গাড়ি সরবরাহ হয়েছে এবার।
এছাড়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবারের পরিমাণ ৫৩ শতাংশ বেশি। এর আগে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে রেকর্ড গড়া শিপমেন্টের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার গাড়ি।
সর্বশেষ রেকর্ড ভঙ্গ করা নম্বর অর্জনের পেছনে রয়েছে ১৫ হাজার ২০০ সংখ্যক মডেল এস/এস কার এবং মডেল ৩/ওয়াই-এর ১ লাখ ২৪ হাজার ১০০ গাড়ি।
সেরা নিউজ/আকিব