সেরা নিউজ ডেস্ক:
সারাদেশে ধর্ষণবিরোধী প্রতিবাদে উঠে আসছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেন তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করার দাবি সবার কণ্ঠে।
সকালের একপশলা বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর ধানমন্ডি এলাকায় সমাবেত হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত নারী ও শিশুদের ওপর চালানো সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেন।
একই সময়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন।
সংসদ ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডসহ ৭ দফা দাবি জানায়।
স্থপতি ইকবাল হাবিব বলেন, এসব দানব তৈরি হয়েছে রাজনৈতিক প্রশয়ে।
একই দাবিতে দেশের নোয়াখালী, চটগ্রাম, রাজশাহী, রংপুর, গাজীপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়।
ধর্ষকের দ্রুত বিচার দাবিতে সোচ্চার সব শ্রেণিপেশার মানুষ।
সেরা নিউজ/আকিব