বাজারে এলো গুগলের দুই নতুন ফোন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাজারে এলো গুগলের দুই নতুন ফোন - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

বাজারে এলো গুগলের দুই নতুন ফোন

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সেরা টেক ডেস্ক:

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুগল আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দুই স্মার্টফোন পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ফাইভজির ঘোষণা দিয়েছে। ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল ইভেন্টে নতুন দুটি পিক্সেল ফোনের বিষয়ে ঘোষণা দেয়া হয়।

একই সঙ্গে উন্মোচন করা হয় নেস্ট অডিও এবং গুগল টিভি। আগস্টে পিক্সেল ৪-এ উন্মোচনের সময়ই জানানো হয় অক্টোবরে আসবে আরও দুটি ফোন। সে অনুযায়ী অক্টোবরের প্রথম দিনই নতুন ফোন দুটির ঘোষণা এলো। গুগলের নতুন দুই ফোনের ফিচার নিয়ে লিখেছেন-

পিক্সেল-৫

গুগলের পিক্সেল-৫ স্মার্টফোনে ফুল এইচডি প্লাস ও এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর র‌্যাম ৮ গিগাবাইট এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট। ডিভাইসটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪০৮০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৫-এর রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি।

ফোনটির পেছনে আছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিক্সেল ৫-এর দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৭১৬ টাকা)। যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে।

পিক্সেল ৪-এ ফাইভজি

পিক্সেল ৪-এ ফাইভ জি ভার্সনটি হল আগের পিক্সেল ৪-এ এর উন্নত সংস্করণ। পিক্সেল ৪-এ গত আগস্টেই বাজারে এসেছে। এবার এর ফাইভজি সংস্করণ আনল গুগল। পিক্সেল ৪-এ ফাইভজিতে আছে ৬.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফোনটির র‌্যাম ৬ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ব্যাটারির শক্তি ৩৮৮৫ এমএএইচ। ফোনটির দাম ৪৯৯ ডলার (৪১ হাজার ৯১৬ টাকা)। ১৫ অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে জাপানে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360