ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরণের গ্যাস বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। দেশটির রাষ্ট্রীয় আইআরআইবির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে জানানো হয়েছে, একটি ভবনের গ্যাস লাইনের লিক থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থান ইরানের তেল সমৃদ্ধ প্রদেশ খুজেস্তানের রাজধানী আহভাজ। পাশেই একটি বাজার থাকলেও সেখানে কোনো ক্ষতি হয়নি। রোববারের ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়েছে।
সেরা নিউজ/আকিব