বিনোদন ডেস্ক :
পশুপ্রেমী হিসেবে পরিচিত নায়লা নাঈম। রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন আগেই। তবে এ নিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে জানান এই মডেল ও অভিনেত্রী। হয়রানি অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় নায়লা গত শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানান। নায়লা বলেন, অসহায় প্রাণীদের প্রতি আমি, আমার পরিবার সবাই অনেক বেশি মানবিক। সবাই জানেন বোবা প্রাণীর প্রতি আমার একটা সহমর্মিতা আছে। বহুদিন আগে থেকেই রাস্তার কুকুর, বিড়ালদের খাবার ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে আসছি। কিন্তু এই প্রাণীগুলোর কারণে প্রতিবেশীদের দ্বারা বিভিন্ন রকম সমস্যা ও হয়রানির সম্মুখীন হচ্ছি।
এটা একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছে। গত তিন বছর ধরে কোনো কিছু হলেই বাসার আশেপাশের প্রতিবেশীরা বিড়ালের প্রসঙ্গ টেনে আমাকে হেয় করছেন। আমার বিরুদ্ধে প্রাণিসম্পদ অধিদপ্তরেও অভিযোগ করা হয়েছে। তারাও এসে দেখে এই প্রাণীগুলো থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে না। ৫শ’ বিড়াল আছে বলেও এলাকার সভাপতিসহ বেশ কয়েকজন অপবাদ দিয়ে আসছেন। আর এজন্য প্রায় প্রতি সপ্তাহে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে আমাকে। আমি এই হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, র্যাম্প মডেল হিসেবে শোবিজের মাধ্যমে কর্মজীবনের শুরু নায়লার। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি প্রকাশ করে রাতারাতি আলোচনায় আসেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং সিনেমার আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি।
সেরা নিউজ/আকিব