সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যা বললেন হিলারি - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যা বললেন হিলারি - Shera TV
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যা বললেন হিলারি

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

অনলাইন ডেস্ক:
নিজেদের ৪৫তম বিবাহবার্ষিকীতে স্বামী বিল ক্লিনটনকে (যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট) শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
১৯৭৫ সালের আজকের দিনে (১১ অক্টোবর) বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন। আজ স্বামীকে শুভেচ্ছা জানিয়ে হিলারি তার অফিশিয়াল ফেসবুক পেইজে নিজেদের হাস্যোজ্জ্বল, বহু পুরনো একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘৪৫ বছর। কখনোই নিস্তেজ সময় কাটেনি এবং তুমি এখনো আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমাকে ভালোবাসি, বিল।’

সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। কিছুক্ষণ পরেই লাখ লাখ লাইক আর হাজার হাজার শেয়ার করা হয় পোস্টটি।

অবশ্য বিবাহবার্ষিকীতে বিলকে এভাবে শুভেচ্ছা জানাবার ঘটনা হিলারির ক্ষেত্রে এই প্রথম নয়। গেলো বছরও ৪৪তম বিবাহবার্ষিকীতে নিজেদের হাস্যোজ্জ্বল একটি ছবি টুইট করেছিলেন হিলারি। বিলও রিটুইট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

১৯৭০ সালে প্রথম দেখা হয়েছিল দুই ডেমোক্র্যাট নেতার। এক বছর পর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

২০১৫ সালে টাইম ম্যাগাজিনকে বিল বলেছিলেন, সে আমাকে ‘হ্যা’ বলার আগ পর্যন্ত আমি তাকে তিনবার বিয়ে করার কথা বলি এবং প্রথমবার আমি তাকে বলেছিলাম- আমি চাই তুমি আমাকে বিয়ে করো, কিন্তু তোমার সেটা করা ঠিক হবে না।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360