সেরা নিউজ ডেস্ক:
জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কেনাকাটার ফিচার যুক্ত হচ্ছে বলে খবর বেরিয়েছে।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ইউটিউব থেকেও কেনাকাটা করতে পারবে ভিউয়াররা। অনেক সময় ইউটিউবাররা ভিডিওতে পণ্য দেখিয়ে বলেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া হল। সেখানে ক্লিক করে পণ্যটি কেনা যাবে।
ইউটিউব শপিং টুল যুক্ত হলে ভিডিও দেখার সময়ই নির্দিষ্ট পণ্যের লিঙ্কে ক্লিক করা যাবে। কোনো পণ্যের রিভিউ দেখামাত্র যাতে ব্যবহারকারী তা কিনতে পারে-তা নিশ্চিত করতেই শপিং টুলটি তৈরি করা হচ্ছে। বিজ্ঞাপন দেখানোয় সেখান থেকে কমিশন পাবে ইউটিউবের মূল কোম্পানি গুগল।
গুগলের বিজনেস মডেল বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল। ইউটিউবে ভিডিও দেখার মাঝখানে বিজ্ঞাপন দেখতে দেখতে অনেকেই বিরক্ত। ইউটিউব ভিডিওতে শপিং টুল যুক্ত হলে গুগল বিজ্ঞাপন দেখানোর হার কমাতেও পারে।
সেরা নিউজ/আকিব