ইন্টারন্যাশনাল ডেস্ক:
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপনকে ‘মিসলিডিং’ বা বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সংক্রামক রোগ বিষয়ক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি।
হোয়াইট হাউজে করোনা বিষয়ক টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ফাউসি দাবি করেছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপনে ফাউসির এডিট করা একটি ক্লিপ ব্যবহার বিভ্রান্তিকর।
এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্মকান্ডের তীব্র সমালোচক ফাউসি বলেছেন, হোয়াইট হাউজে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য সুপারস্প্রেডার ইভেন্ট।
ডা. অ্যান্থনি ফাউসি বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সরকারি চাকরিতে আমার ক্যারিয়ার প্রায় পাঁচ দশকের। এ সময়ে প্রকাশ্যে আমি কোনো রাজনৈতিক প্রার্থীকে অনুমোদন বা সমর্থন দিই নি। ফেডারেল পাবলিক হেলথ অফিসিয়ালদের কর্মপ্রচেষ্টা নিয়ে কয়েক মাস আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম।
তিনি বলেন, সেখানকার কিছু অংশ নিয়ে রিপাবলিকানরা ওই বিজ্ঞাপন বানিয়েছেন। তবে এতে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি। ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে ডা. অ্যান্থনি ফাউসির বক্তব্য শুরুর আগে ঘোষণা দেয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন এবং একই রকমভাবে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রও। বিবিসি।
সেরা নিউজ/আকিব