সেরা নিউজ ডেস্ক:
আগামী ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে বদ্ধপরিকর ডেমোক্রেটরা। তাই এবার তাদের নির্বাচনী প্রচারণায় অর্থ ঢেলে দিচ্ছেন। এ থেকে বোঝা যায়, তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের তহবিল সংগ্রহ বিষয়ক সংগঠন এক্টব্লু বৃহস্পতিবার বলেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ১৫০ কোটি ডলার। তিন মাসে এ যাবৎ তারা যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছে, এই অঙ্ক তার মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে রিপাবলিকানদের তহবিল সংগ্রহের প্লাটফর্ম হলো উইনরেড। গত সোমবার তারা বলেছেন, একই সময়ে তারা সংগ্রহ করতে পেরেছে ৬২ কোটি ৩৫ লাখ ডলার। সেপ্টেম্বরে জো বাইডেনের প্রচারণা টিম সংগ্রহ করেছে ৩৮ কোটি ৩০ লাখ ডলার।
টানা দ্বিতীয় মাসে এটা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে সংগৃহীত অর্থের নতুন রেকর্ড। অন্যদিকে মাসিক ভিত্তিতে ডাটা প্রকাশ করেনি ট্রাম্প শিবির।
সেরা নিউজ/আকিব