ইতালি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলাফেরায় ফের বিধিনিষেধ আরোপের করেছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে জানিয়েছেন, নতুন লকডাউন এড়ানোর জন্যই এ বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
নতুন নিয়মে রেস্টুরেন্টগুলোতে প্রতি টেবিলে মাত্র ছয় জনকে খাবার পরিবেশন করার অনুমতি দেওয়া হবে। জুয়া খেলা হয় এমন স্থানগুলো রাত ৯টার মধ্যে বন্ধ করে দিতে হবে। এছাড়াও সব ধরনের স্থানীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।
পর পর দুইদিন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতালি এ নিয়মগুলো জারি করে। গতকাল রোববার আরও ১১ হাজার ৭০৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এর আগের দিন শনিবার একদিনে রেকর্ড ১০ হাজার ৯২৫ জন করোনায় সংক্রিমত হন।
বিশ্বে করোনা সংক্রমণের শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইতালি। এখন পর্যন্ত ৪লাখ ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩৬ হাজার।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪ জন।