সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন মিসাইল মোতায়েন করে তাহলে এর কড়া জবাব দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোভ এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি মার্কিন মিসাইলের রেঞ্জের মধ্যে রাশিয়া পড়ে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাশিয়ার এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় এসব কথা বলেন আনাতোলি। তিনি আরো বলেন, গত শুক্রবারই আমরা নিশ্চিত হয়েছি যে, এ অঞ্চলে মিসাইল মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি না করে আলোচনায় বসার আহ্বান জানান রুশ এ কূটনীতিক। তিনি বলেন, মার্কিনিরা মনে করে যে তারা অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করে তাতে বিজয়ী হবে। কিন্তু এই পথ বিপজ্জনক।
তাদের উচিত এই ধরনের প্রতিযোগিতায় না গিয়ে আলোচনায় বসা।
সেরা নিউজ/আকিব