ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, করোনা প্রতিরোধক টিকা হলেই হবে না, সেটি অবশ্যই হালাল হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে নিতে দেশটির মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি। এ নিয়ে দেশটিতে জোর বিতর্ক দেখা দিলে এমন সতর্ক বার্তা দিলেন জোকো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
বিশ্ব গণমাধ্যমগুলো বলছে, করোনার টিকা হালাল না হারাম, তা নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় জোর বিতর্ক দেখা দেয়। এর আগে ২০১৮ সালে হামের টিকা নিয়ে এ ধরনের বিতর্ক দেখা দিয়েছিল।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এক বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে দেশটির প্রেসিডেন্ট বলেন, টিকা দ্রুত পেলেই হবে না, সেটি হালাল হবে কিনা তাও ভাবতে হবে। এ নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ, বিতর্ক রয়েছে।
টিকার সম্ভাব্য হালাল স্ট্যাটাসের বিষয়ে মানুষের মনোভাব বিবেচনায় নেয়ার কথা জানিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও টিকা হালাল না হারাম, তা নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া দাম, গুণগত মান ও বিতরণের জনসংযোগ নিয়ে ভাবতে হবে, প্রস্তুতি থাকতে হবে।
মানুষকে টিকা দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে গুরুত্ব দিতে হবে, মানুষকে বিস্তারিত জানাতে হবে।
একই ধরনের মনোভাব দেখিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিনও। তিনি বলেন, করোনার টিকা বিতরণ করার আগে অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে তা হালালের সার্টিফিকেট নিতে হবে।
বিশ্ব গণমাধ্যম বলছে, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার উলামা পরিষদ ফতোয়া দেয়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে হামের টিকা হারাম। এখন করোনার সম্ভাব্য টিকা নিয়েও বিষয়টি সামনে আসায় মুসলিম নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ২৪০ জন। এর মধ্যে ২ লাখ ৮৯ হাজার ২৪৩ জন সুস্থ হলেও মারা গেছেন ১২ হাজার ৬১৭ জন।
সেরা নিউজ/আকিব