অনলাইন ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার পর্যটন শহর কেপটাউন থেকে আল আমিন নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
আল আমিনের দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়। দক্ষিণ আফ্রিকায় তিনি ব্যবসা করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কেপটাউন শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সি পয়েন্টে (সমুদ্রসৈকত) বালিচাপা দেয়া অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে নিখোঁজ ছিলেন আল আমিন। বাংলাদেশিরা ধারণা করছেন, ব্যবসায়িক শত্রুতার জের ধরে আল আমিনকে খুন করে মরদেহ গুম করতে চেয়ে ছিল তার পার্টনার।
মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ প্রাথমিক ধারণা করছে, কয়েকদিন আগে খুন করে মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
সেরা নিউজ/আকিব