অনলাইন ডেস্ক:
করোনা সংক্রমণ রোধে ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে।
মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে করোনাভাইরাস সংক্রমণের শেকল ভাঙতে এবং ইইউ নাগরিকদের জীবন বাঁচাতে সদস্য দেশগুলোর তৈরি করোনা সংক্রমণের মোবাইল অ্যাপ্লিকেশন ইইউ আন্তঃসংযোগ ব্যবস্থাপনার মাধ্যমে একটি গেটওয়ে তৈরি করেছে।
কিছুদিন আগে পরীক্ষামূলক চালানোর পর ১৯ অক্টোবর জার্মানির করোনা-ওয়ার্ন-অ্যাপ, আয়ারল্যান্ডের কোভিড-ট্র্যাকার, ইতালির ইমিউনি- এ তিনটি একসঙ্গে যুক্ত করার মাধ্যমে যাত্রা শুরু করেছে।
এই গেটওয়ে সম্পর্কে ইউরোপিয়ান কমিশনের সিঙ্গেল মার্কেট কমিশনার থিয়েরি ব্রেটন বলেছেন, অনেক সদস্য দেশ কোভিভ সতর্কতা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে এবং কমিশন এ অ্যাপ্লিকেশনগুলো একে অপরের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য সহায়তা করেছে, অবাধ চলাচল সিঙ্গেল মার্কেটের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং জীবন বাঁচানোর সহযোগিতা করার জন্য এই গেটওয়েটি সহজতর করেছে।
এটা নিশ্চিত করেছে যে, ব্যবহারকারী শুধু তার দেশের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে তিনি যখন ইউরোপের অন্যান্য দেশ ভ্রমণ করবেন তখন উক্ত গেটওয়ের মাধ্যমে ভ্রমণকালীন দেশের স্থানীয় সার্ভারের সঙ্গে যুক্ত থাকবেন এবং সতর্কতা গ্রহণের মাধ্যমে উপকৃত হবেন। এমনকি নিজ দেশে ফিরে আসার পর যদি ভ্রমণকালীন সময়ে নতুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকেন, তাহলে তা ব্যবহারকারীকে জানিয়ে দেবে এবং নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেবে।
সেরা নিউজ/আকিব