সেরা টেক ডেস্ক:
অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ আইফোন ১২ ও হোমপড দেখিয়েছে। এর আগে সেপ্টেম্বরে নতুন অ্যাপল ওয়াচ ও আইপ্যাড মডেল দেখিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরে আরেকটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রথম ‘অ্যাপল সিলিকন ম্যাক’ দেখাবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন, অ্যাপলের তথ্য ফাঁসের তারকাখ্যাত জন প্রসার। তার দাবি, নভেম্বরের ১৭ তারিখই বসবে অ্যাপলের ওই বিশেষ আসর। ওই আয়োজনে নতুন ম্যাক মডেল দেখাবে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো অ্যাপল নিজস্ব চিপের ম্যাক দেখাবে বলেও দাবি করেছেন প্রসার।
সেরা নিউজ/আকিব