ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনায় ইতালির অবস্থা ক্রমেই জটিল আকার ধারণ করছে। দেশব্যাপী দুই সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে সরকার। পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেছেন, সংকটময় সময় পার করছে ইতালি।
করোনাভাইরাসে আবারো আগের অবস্থানে ফিরে যাচ্ছে ইতালি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তে অতীতের সব রেকর্ড ভেঙেছে ইতালি। এদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছে। এ অবস্থায় সরকার নতুন করে দেশব্যাপী দুই সপ্তাহের জন্য লকডাউন দেয়ার চিন্তা করছে কন্তে সরকার।
এরই মধ্যে শুক্রবার থেকে রাজধানীর রোমসহ লাচ্ছিও বিভাগ এবং আরও কয়েকটি শহরে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। নতুন করে লকাডাউন হলে ব্যবসায়িকভাবে আবারো ক্ষতির শিকার হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।
গত একদিনে ২৬ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩৬ জন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের গতিও ঊর্ধ্বমুখী হচ্ছে।
সেরা নিউজ/আকিব