আমেরিকান মুসলিম সেন্টার এর উদ্যোগে প্রতিবছর ইন্টারন্যাশনাল ইউনাইটেড সিরাহ কনভেনশন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতা এবছর অনুষ্ঠিত হবে ১৩ তম ইন্টারন্যাশনাল ইউনাইটেড সিরাহ কনভেনশন। “গ্লোবাল প্রফেট, গ্লোবাল উম্মাহ, ইউনাইটেড মুসলিম নিল্লাহ” এই স্লোগান নিয়ে বিশ্বজুড়ে মহামারী কোভিড-১৯ কালীন পরিস্থিতি বিবেচনা করে কনভেনশনটি ভার্চুয়ালভাবে অনলাইনেও অনুষ্ঠিত হবে।
প্রতি বছর এই কনভেনশনে বিভিন্ন খ্যাতিমান মাওলানারা যোগ দিয়ে থাকেন। এবারের কনভেনশনে বাংলাদেশ থেকে আল্লামা মামুনুল হক, আল্লামা তারেক মনোয়ার, আল্লামা হাসান জামিল এবং লন্ডন থেকে শাইখ মাহামুদুল হাসান, এবং আমেরিকা থেকে মুফতি আবদুল মালেক, আবদুল্লাহ কামাল আল আযহারী, টেক্সাসের মুফতি মোজাম্মেল হক সহ আরও অনেক বক্তা তাদের বক্তব্য প্রদান করবেন। বিশেষভাবে ইংরেজিতে বক্তব্য প্রদান করবেন দারুল কোরআন ও সুন্নাহর মুফতি ওবায়দুল্লাহ সহ তরুন বক্তারা। অনুষ্ঠানটি আমেরিকান মুসলিম সেন্টারের ফেসবুক পেজ “ আমেরিকান মুসলিম সেন্টার অফিসায়াল” থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও আইএফএল টিভি ও টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সম্প্রচার করবে এবং টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রের মেইন্সট্রিম আইটি সেবা দানকারী প্রতিষ্ঠান “ট্রান্সফোটেক একাডেমি”।
সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়ে আয়োজকরা জানান, বিশ্বব্যাপী মহানবী (সঃ) এর আদর্শ এবং চরিত্রকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল সিরাহ কনভেনশনের গুরুত্ব রয়েছে। তাছাড়া এবারের কনভেনশন সীরাহ প্রেমিকদের জন্য একটি নতুন দিগন্ত উম্মোচন করবে বলেও জানান তারা।