ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাস মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করছে ফরাসি সরকার। এর অধীনে পরবে প্রায় ৪৬ মিলিয়ন ফরাসি নাগরিক। শুক্রবার রাত থেকে আগামী ৬ সপ্তাহ লাগাতার কারফিউ জারি করা হচ্ছে। একদিনে প্রায় ৪২ হাজার মানুষের করোনা আক্রান্তের পরই এমন সিদ্ধান্ত নেয়া হলো। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, মহামারিতে ফ্রান্সে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধুমাত্র স্পেন ও রাশিয়ার অবস্থাই এতটা ভয়াবহ। গত এক সপ্তাহ ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ মোট ৮টি শহরে কারফিউ চলছে।
এখন আরো ৩৮টি নতুন এলাকায় কারফিউ জারি করা হলো। পুরো ইউরোপ জুড়েই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রথম দফায় যারা সংক্রমণ থামাতে সক্ষম হয়েছিল তারাও এবার ব্যর্থ হচ্ছে। বৃটেন, স্পেন, স্লোভাকিয়াসহ বেশ কয়েকটি রাষ্ট্রই বিধিনিষেধ আরোপ করেছে। বন্ধ করে দেয়া হচ্ছে স্কুলগুলো। কড়াকড়ি আরোপ করা হয়েছে চলাফেরা, কেনাকাটা ও পর্যটনে। বেলজিয়াম, স্পেন ও ইতালিতে এখন পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। তবে আশঙ্কা রয়েছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে আরো কঠিন অবস্থায় পড়তে যাচ্ছে ইউরোপ।
সেরা নিউজ/আকিব