সেরা নিউজ ডেস্ক:
ইরানের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ডে সন্ত্রাসবাদী অবস্থা নেওয়ার অভিযোগ তুলে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
এর আগে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রদূত ম্যাথিউ এবং আরও দু’জন মার্কিট কূটনীতিক ইরানি জনগণ বা এর সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন, অর্থায়ন ও অনুমোদনের কাজ করছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার, উপরাষ্ট্রদূত স্টিভ ফ্যাগিন এবং ইরাকের আরবিল প্রদেশে নিযুক্ত মার্কিন কনস্যুলার রাব ওয়ালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এখন থেকে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোন সন্ত্রাসী তৎপরতা, আগ্রাসন কিংবা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সেরা নিউজ/আকিব