ট্রাম্পকে নিয়ে যা বললেন ওবামা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ট্রাম্পকে নিয়ে যা বললেন ওবামা - Shera TV
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

ট্রাম্পকে নিয়ে যা বললেন ওবামা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
আবারো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকে সমালোচনার তীর ছুড়লেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার একটি টেলিভিশনের সাক্ষাতকার আকস্মিক শেষ করে দেন ট্রাম্প। এ নিয়েই সমালোচনা ওবামার। ওই অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে কি করতে চান। এর কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন ট্রাম্প। এ জন্য ওবামা বলেছেন, তিনি ক্ষমতায় গিয়ে কি করবেন তা যদি মার্কিনিদের কাছে বলতেই না পারেন, তাহলে তিনি দ্বিতীয় মেয়াদের যোগ্যই নন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, মঙ্গলবার ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাতকার নিচ্ছিলেন বর্ষীয়ান সাংবাদিক লেসলি স্টাল।

আকস্মিক তার মাঝখান থেকে ওয়াকআউট করেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে পক্ষপাতী, বিদ্বেষী এবং নিষ্ঠুর আখ্যায়িত করেন। এর আগে হোয়াইট হাউজ থেকে ওই রেকর্ডিং প্রকাশ করে দেয়া হয়েছিল। তাতে দেখা যায় সাংবাদিক লেসলি স্টাল তার কাছে জানতে চাইছেন, তিনি কিছু ‘টাফ’ প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা চাইছি না। আমি ন্যায্যতা চাই।

উল্লেখ্য, ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও বারাক ওবামার ক্ষমতার মেয়াদে রানিংমেট জো বাইডেনের পক্ষে প্রচারণার মাঠে নেমেছেন ওবামা। শনিবার তিনি মিয়ামিতে উপস্থিত দর্শক, শ্রোতাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত জনতা গাড়ির হর্ন বাজিয়ে তাকে স্বাগত জানায়। সেখানে ট্রাম্পকে উদ্দেশে করে ওবামা বলেন, আপনি পুনরায় নির্বাচন করছেন। তবে আপনি কি করতে চান তা জনগণকে জানানো একটি ভাল আইডিয়া। ওবামা প্রশ্ন রাখেন- ট্রাম্প কি বলেছেন? তিনি পাগল হয়ে গেছেন। তিনি সাক্ষাতকার থেকে ওয়াকআউট করেছেন। প্রশ্নগুলো কি এতই কঠিন ছিল। এতটাই কঠিন?

ওবামা বলেন, মিয়ামি শোনা, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে কি করতে চান সে প্রশ্নের উত্তর যখন তিনি দিতে পছন্দ করেন না, তখন আমাদেরকে এটা নিশ্চিত করা উচিত, তিনি যেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারেন।
ওবামা বলেন, ৬০ মিনিটস এবং লেসলি স্টাল কি আপনার জন্য এতটাই কঠোর ছিলেন। যদি আপনাকে ৬০ মিনিটস সাক্ষাতকার থেকে ওয়াকআউট করতে হয়, তাহলে আপনি কখনোই সঠিক অবস্থানে দাঁড়াতে পারেন না। যদি আপনি সারাক্ষণ অভিযোগ করতে থাকেন যে, সাংবাদিকরা আপনার প্রতি কতটা নিচ মানসিকতা দেখাচ্ছে, তখন আপনি পুতিনের পাশে দাঁড়াতে পারবেন না।

করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন ওবামা। বলেন, ডনাল্ড ট্রাম্প দ্রুততার সঙ্গে আমাদের সবাইকে রক্ষা করতে ব্যবস্থা নেননি। এমনকি তিনি নিজেকে সুরক্ষিত রাখতে প্রাথমিক মৌলিক ব্যবস্থাই নেন নি।
উল্লেখ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা কমপক্ষে ৮৩ হাজার। এর আগে এই সংখ্যা রেকর্ড হয়েছিল ১৭ই জুলাই ৭৭ হাজার ২৩৩।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360