ফ্রান্সের ফুটবল দল থেকে অবসরের সিদ্ধান্ত ভুয়া - পগবা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ফ্রান্সের ফুটবল দল থেকে অবসরের সিদ্ধান্ত ভুয়া - পগবা - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ফ্রান্সের ফুটবল দল থেকে অবসরের সিদ্ধান্ত ভুয়া – পগবা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক:
সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে ফ্রান্স জাতীয় ফুটবল দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পল পগবা- মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃটিশ ট্যাবলয়েড দ্য সান এমন সংবাদ প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় সরব থাকা পল পগবা আলোচিত খবরটির জবাব দিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার দ্য সান-এর খবরটির একটি স্ক্রিনশটের উপর লেখেন, ‘অগ্রহণযোগ্য। মিথ্যা খবর।’

সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেন স্যামুয়েল পাতি নামে এক শিক্ষক। এরই জেরে নিজ ছাত্রের হাতে খুন হন তিনি। ঘটনার পর  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইসলামকে ‘সন্ত্রাসবাদের ধর্ম’ বলে আখ্যায়িত করেন।  মত প্রকাশের অংশ হিসেবে তিনি মহানবীর ব্যঙ্গচিত্র ব্যবহারের পক্ষে মত দেন। এমনকি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা সেই শিক্ষককে ‘লেজিয়ন অব অনারে’ ভূষিত করা হয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম দেশগুলো।

ফ্রান্সের মুসলিমরা কোনোভাবেই প্রেসিডেন্টের এমন মন্তব্য মেনে নিতে পারছেন না। দেশটিতে খ্রিস্টান ধর্মের পরই ইসলামের অবস্থান।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360