যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী অ্যামি কনি ব্যারেট।
রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ব্যারেটের নিয়োগের পক্ষে ভোট পড়ে ৫২টি। বিপক্ষে ভোট পড়ে ৪৮টি।
মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনেে এমনটি জানা যায়।
প্রতিবেদন বলা হয়েছে, ব্যারেটের নিয়োগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনের আগে ব্যারেটকে নিয়োগের বিরোধিতা করে আসছিল।
ব্যারেট সুপ্রিম কোর্টে রিপাবলিকান প্রেসিডেন্ট নিযুক্ত তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নিল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানোকে নিয়োগ দেন ট্রাম্প।
রিপাবলিকান সিনেটরদের মধ্যে একমাত্র সুসান কলিন্স ব্যারেটের বিপক্ষে ভোট দেন।
সোমবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচার সেরে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প। তার সভাপতিত্বেই সোমবার রাতে বিচারক পদে ব্যারেটের শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমেরিকা, যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আইনের শাসনের স্বচ্ছ ও নিরপেক্ষ প্রয়োগের জন্য আজকের দিনটি স্মরণীয়।’
প্রেসিডেন্ট আরো বলেন, ‘তিনি (ব্যারেট) আমাদের দেশের সবচেয়ে মেধাবী আইনজ্ঞদের একজন এবং তিনি এ দেশের সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রাখবেন।’
সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারক ক্ল্যারেন্স টমাস তার নতুন সহকর্মীকে শপথবাক্য পাঠ করান।