নতুন পুলিশ কমিশনার গেলেন রায়হানের বাড়িতে, চাইলেন ক্ষমা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
নতুন পুলিশ কমিশনার গেলেন রায়হানের বাড়িতে, চাইলেন ক্ষমা - Shera TV
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

নতুন পুলিশ কমিশনার গেলেন রায়হানের বাড়িতে, চাইলেন ক্ষমা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

সিলেট ব্যুরো:

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন ও হত্যার ঘটনায় সমালোচনার মুখে বিদায় নেওয়া কমিশনার গোলাম কিবরিয়ার স্থলে নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন নিশারুল আরিফ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে পৌঁছেই তিনি রাত সাড়ে ৮টার দিকে রায়হানদের আখালিয়া নেহারিপাড়ার বাড়িতে যান। ওই সময় তিনি পুলিশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলেন, ‘আমরা লজ্জিত, দুঃখিত।’

নিশারুল আরিফ রায়হানের মা সালমা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রায়হানের ছোট মেয়েকে আদর করেন। এ সময় নতুন কমিশনার রায়হান হত্যায় মূল অভিযুক্ত এসআই আকবরকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আকবরকে গ্রেপ্তার করা হবে।

গত ১১ অক্টোবর পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও মৃত্যুর ঘটনার চার দিন পর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে সমালোচনার মুখে পড়েন গোলাম কিবরিয়া। প্রায় চার বছর এসএমপিতে দায়িত্ব পালন করলেও তার বিদায়টা সুখকর হয়নি।

নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ মঙ্গলবার রাতে রায়হানের বাড়িতে যাওয়ার আগে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সমকালকে জানান, নতুন কমিশনার বুধবার আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360