সেরা নিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন বিষয়ে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ডেভিড হেইল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান। বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করতে সু চির সঙ্গে আলোচনা করেন ডেভিড হেইল। তিনি মিয়ানমার সরকারকে দেশব্যাপী সংঘাতের অবসান এবং রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তন বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সেরা নিউজ/আকিব