যুক্তরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণের হার। দেশটিতে দৈনিক প্রায় এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারির গতি ত্বরান্বিত হচ্ছে এবং অনুমান করা হয় যে প্রতি ৯ দিনে সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।
গবেষকরা বলছেন, আমরা একটি জটিল পর্যায়ে আছি। কিছু বিষয় পরিবর্তন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা। পুরো ইউরোপজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশেই সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে দেখা গেছে। যার কারণে আবারও লকডাউন জারি করতে বাধ্য হয়েছে ফ্রান্স এবং জার্মানি।
বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা এই বসন্তেই সংক্রমণের চূড়ায় পর্যায়ে পৌঁছে যাচ্ছি।
যুক্তরাজ্যে সব বয়সের মধ্যেই করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। এখন পর্যন্ত উত্তরাঞ্চলেই সংক্রমণ বেশি। তবে দক্ষিণাঞ্চলেও পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, প্রতি ৭৮ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইয়োর্কশায়ার এবং হাম্বার। সেখানে প্রতি ৩৭ জনের মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
বিশ্লেষকদের তথ্য মতে যুক্তরাজ্যে প্রতিদিন ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
সেরা নিউজ/আকিব