সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে বুধবার নিজ রাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে আগাম ভোট দিয়েছেন তারা।
এর আগে, গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিজ গলফ ক্লাবের সামনে আগাম ভোট দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আগাম ভোটের রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।
আগাম ভোট দেয়ার পর জো বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন। তবে সতর্ক করে দিয়ে বলেছেন, এই মহামারির অবসানে তার হাতে কোনও যাদুর সুইচ নেই।
সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, এমনকি আমি যদি নির্বাচিত হই, তারপরও মহামারির অবসান ঘটাতে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি বলেন, একটি যাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করবো। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।
হোয়াইট হাউসের মসনদে বসার প্রতিদ্বন্দ্বিতায় ছোট পরিসরে, সামাজিক দূরত্ব মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন ৭৭ বছর বয়সী জো বাইডেন। আগামী শনিবার মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
সেরা নিউজ/আকিব