সেরা টেক ডেস্ক:
ভিডিও কলিং এর সুবিধা আনল ডেটিং অ্যাপ টিন্ডার। ফলে গ্রাহকরা পছন্দের ব্যক্তির সঙ্গে দেখা না করেও ভিডিও কলে সেরে ফেলা যাবে ডেটিং।
বিবিসি জানায়, করোনা মহামারির কারণে সশরীরে উপস্থিত হয়ে ডেটিংয়ের সম্ভাবনা সীমিত হয়ে পড়ায় জনপ্রিয় হতে পারে টিন্ডারের নতুন এ ফিচার।
তবে নিরাপত্তার প্রতি জোর দেয়া হয়েছে ‘ফেইস টু ফেইস’ নামে এ ফিচারে। উভয় গ্রাহক চাইলেই কেবল এ ফিচার চালু হবে। এ ক্ষেত্রে টিন্ডারের কিছু মৌলিক নীতিতে সম্মতি দিতে হবে গ্রাহকদের।
চাইলে যে কোনো সময় এ ফিচার বন্ধ করা যাবে। অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে পড়লে কল শেষ হওয়ার পর টিন্ডারে অভিযোগ পাঠানো যাবে।
২০১২ সালে উন্মুক্ত হওয়ার পর টিন্ডার অ্যাপ ডাউনলোড হয়েছে ৩৪ কোটিবারের বেশি। তবে অ্যাপটির ‘গোল্ড’ সেবার জন্য অর্থ দিয়ে থাকেন ৬০ লাখ গ্রাহক।
কয়েকটি দেশে অল্পসংখ্যক গ্রাহকের মধ্যে ফিচারটির পরীক্ষা চালায় টিন্ডার। ফেস টু ফেস নিয়ে বেশ আশাবাদী কোম্পানিটি। এর আগে ভিডিও কলিং ফিচার চালু করে প্রতিদ্বন্দ্বী ডেটিং সেবা বাম্বল।
সেরা নিউজ/আকিব