ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এবার একজন গ্রিক অর্থোডক্স যাজককে গুলি করা হয়েছে। শনিবারের এ হামলার ঘটনায় ওই যাজক গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারী পালিয়ে গেছেন বলে পুলিশের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর রয়টার্সের।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে দুবার গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রীক অর্থোডক্স। হামলার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।
এর মাত্র দুদিন আগে বৃহস্পতিবার ফ্রান্সের আরেক শহর নিসের একটি গির্জায় ছুরি হামলায় নারীসহ তিনজন নিহত হন।
সেরা নিউজ/আকিব