সেরা টেক ডেস্ক:
মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম নতুন আপডেট থেকে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার বাদ দেয়া হয়েছে। এছাড়া ব্যবহারকারী ফ্ল্যাশ নতুন করে ইনস্টলও করতে পারবেন না।
২০২১ সাল নাগাদ ফ্ল্যাশ প্লেয়ারকে পুরোপুরি বন্ধ করার বিষয়টি আরেক ধাপ এগিয়ে গেল। কেবি৪৫৭৭৫৮৬ আপডেটটি উইন্ডোজ ১০ থেকে শুধু ফ্ল্যাশ ভার্সন বান্ডেল সরিয়েছে, তবে ব্যবহারকারী নিজে ইনস্টল করে থাকলে সেটি বাদ যায়নি। এছাড়া মাইক্রোসফট এজ ও অন্যান্য ব্রাউজার থেকেও বাদ দেয়া হয়নি এ আপডেটে।
চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ ফ্ল্যাশ সাপোর্ট করবে। ডিসেম্বর নাগাদ ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এবং নন-ক্রোমিয়াম এজ ব্রাউজারের কোনো আপডেট আসবে না। সর্বশেষ সংস্করণের এজ ব্রাউজার গুগলের ক্রোম ইঞ্জিন ব্যবহার করছে, এটিও ২০২১ সালের জানুয়ারিতে ফ্ল্যাশ সাপোর্ট হারাবে।
সেরা নিউজ/আকিব