অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবার টুইটারে নিজের নাচের ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তাকে আমেরিকান ডিস্কো গ্রুপ ‘ভিলেজ পিপল’ এর ওয়াই.এম.সি.এ (Y.M.C.A) গানের সাথে নাচতে দেখা যাচ্ছে। মাঝেমাঝে তাকে গানের তালে শূন্যে ঘুষি মারতে, হাততালি দিতেও দেখা যাচ্ছে।
নির্বাচনের দিন (সাত ঘন্টা আগে) টুইট করা ওই পোস্টের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ভোট! ভোট! ভোট!
গানটির প্রথম চরণগুলো এমনঃ
হে যুবক, হতাশ হয়ো না…
আমি বলছি যুবক, উঠে দাঁড়াও।
আমি বলছি যুবক, কারণ তুমি এখন নতুন শহরে.. মন খারাপ করার কোন প্রয়োজন নেই।
এদিকে ভোটগ্রহণ শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটার ও ফেসবুক। নির্বাচন সম্পর্কিত ট্রাম্পের পোস্টকে ‘ভুয়া খবর’ হিসেবে শনাক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম দুটি এ পদক্ষেপ নিয়েছে বলে জানায় বিবিসি। পোস্টাল ভোট পৌঁছানোর সময় বাড়ানোর বিষয়ে উচ্চ আদালতের ইতিবাচক সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে পোস্ট করেছিলেন ট্রাম্প। সেই পোস্ট মুছে দেয় ফেসবুক ও টুইটার। পোস্টে উচ্চ আদালতের ওই সিদ্ধান্ত রাজপথে সহিংসতা উস্কে দেবে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।।
সেরা নিউজ/আকিব