অনলাইন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা আবার শুরু হয়েছে। এর আগে আইনগত জটিলতার কারণে গণনা বন্ধ রাখা হয়েছিল।
আদালত নির্দেশ দিয়েছিলেন, গণনা ও যাচাই কাজে নিয়োজিত কর্মকর্তাদের থেকে ছয় ফুট দূরত্বে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দিতে হবে।
পেনসিলভানিয়ায় মোট ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে সেখানে কী হয় সে সম্পর্কে দুই পক্ষের আগ্রহ সমান।
পেনসিলভানিয়ায় জো বাইডেন জিতে গেলে তিনি নিশ্চিতভাবেই পরবর্তী প্রেসিডেন্ট হতে পারবেন।
অন্যদিকে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলে প্রেসিডেন্সি ধরে রাখার কাজ তার জন্য অনেক সহজ হয়ে যাবে।
পেনসিলভানিয়ায় এখনও প্রায় এক লাখ ২০ হাজার ব্যালটপত্র গণনার কাজ বাকি রয়েছে।
এদিকে মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে ট্রাম্প প্রচার দলের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক।
ওই রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তিনি বলেন, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
ভোট গণনা প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই বলে তিনি জানান।
প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কর্মকর্তারা যুক্তি দেন যে গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত।
গার্ডিয়ান ও এপির খবরে বলা হয়েছে, ‘হোয়াইট হাউস’ দখলের দিকে আরও খানিকটা এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট। সেদিক বিবেচনায় ট্রাম্পের চেয়ে বাইডেন অনেকটাই এগিয়ে গেছেন।
সেরা নিউজ/আকিব