সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আবারও হঠাৎ করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ২৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৪০ জন।
এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে দুই লাখ ৪২ লাখ ২৩০ জন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬০ হাজার ৪২৪ জন। গোটা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৩১১ জন।
আক্রান্তের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে ভারত এবং তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ভারতে ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জন এবং ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জন।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সারা বিশ্বেই বাড়ছে করোনার প্রকোপ। করোনার বিস্তার ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সেরা নিউজ/আকিব