ট্রাম্পের বিদায়ের খবরে বরিশালে ভূরিভোজ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ট্রাম্পের বিদায়ের খবরে বরিশালে ভূরিভোজ - Shera TV
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

ট্রাম্পের বিদায়ের খবরে বরিশালে ভূরিভোজ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বরিশাল ব্যুরো:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় নিশ্চিত হওয়ার খবরে বরিশালের গৌরনদীতে ভূরিভোজ হয়েছে।

বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ দেড় শতাধিক সুধীজন অংশ নেন।

সমিতির সভাপতি আবুল কালাম সরদার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক, তিনি বিশ্বের শান্তি বিনষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গাহাঙ্গামার সৃষ্টি করেছেন। তাকে বিদায় করা উচিত।

‘আমেরিকার ভোটাররাও তাই করেছে। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমরা মনের আনন্দে এই ভূরিভোজের আয়োজন করেছি।’

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে এই ভূরিভোজের আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ের খবরে ব্যবসায়ীরা উৎসব ও ভোজের আয়োজন করেছে। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।

একই কথা জানান সুপার মার্কেটের ব্যবসায়ী এসএম মোশারফ, ডা. মনীষ বিশ্বাস, নুরু সরদার, বিপ্লব সরকার, সুকণ্ঠ দাসসহ অনেকেই।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন,  ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ব্যবসায়ীরা ভূরিভোজ করেছেন; এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360