সিনেটে দুই দলের অবস্থান সমানে সমান - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সিনেটে দুই দলের অবস্থান সমানে সমান - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

সিনেটে দুই দলের অবস্থান সমানে সমান

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
সিনেটের দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনে এখন পর্যন্ত দুই পক্ষই জয় পেয়েছে ৪৮টিতে। কংগ্রেসের উচ্চকক্ষের দখল নিতে প্রয়োজন মোট ৫১ আসন। সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও যদি এখানে সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সিনেট ও প্রতিনিধি পরিষদে তা আটকে যেতে পারে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে দুই দলেরই প্রয়োজন আরও অন্তত তিনটি করে আসন। আর বিরোধী দলের প্রেসিডেন্ট হলেও তাকে মোকাবিলায় অন্তত চারটি আসনে জিততে হবে দলগুলোকে। যুক্তরাষ্ট্রে ১০০ জন সিনেটরের মেয়াদ থাকে সাধারণত ছয় বছর করে।

তবে প্রতি দুই বছর পরপর এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর দেশটিতে নির্বাচন হচ্ছে সিনেটের ৩৫টি আসনে।
অপরদিকে, কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আসন রয়েছে মোট ৪৩৫টি। সেখানে বর্তমানে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ। আর এই আধিপত্য ধরে রাখতে তাদের প্রয়োজন ২১৮টি আসন। ফক্স নিউজের তথ্যমতে, এবারের নির্বাচনে তারা এখন পর্যন্ত জয় পেয়েছে ২০৮টি আসনে। আর রিপাবলিকানদের জয় ১৯৩টিতে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360