বাঁধভাঙা উল্লাস যুক্তরাষ্ট্রে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাঁধভাঙা উল্লাস যুক্তরাষ্ট্রে - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বাঁধভাঙা উল্লাস যুক্তরাষ্ট্রে

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ীর মুকুট উঠল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মাথায়। শনিবার তার চূড়ান্ত বিজয় নিশ্চিত হতেই রাস্তায় নেমে আসেন সমর্থকরা। শুরু হয় বাঁধভাঙা উল্লাস।

হাজার হাজার মানুষ নেচে-গেয়ে ডাকঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে বিজয় উৎসবে মেতে উঠেন। অন্যদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে এদিন বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। তবে দুই পক্ষই রাস্তায় থাকলেও কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

শুক্রবার থেকেই জয়ের আভাস পেয়ে উৎসবের আমেজে ছিল ডেমোক্র্যাট শিবির। শনিবার পেনসিলভানিয়ায় চূড়ান্ত ফল ঘোষণার পর বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে আনন্দের নীল ঢেউ। তুমুল হর্ষধ্বনি আর হাততালি শোনা যায় ওয়াশিংটনজুড়ে।

হোয়াইট হাউসের সামনেই কয়েক শ বাইডেন সমর্থক আনন্দ-উল্লাস করেন। বহু মানুষ বাসা-বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করে, গাড়ির হর্ন বাজিয়ে, থালাবাসন পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আওয়াজ আসছিল সেখানকার ক্যাপিটাল ভবনের চারপাশ থেকেও। এ সময় অনেককেই খুশির অশ্রু মুছতে দেখা গেছে।

বাইডেনকে জয়ী ঘোষণার পর ব্রুকলিনের রাস্তায়ও ছিল আনন্দ-উল্লাস। অনেকেই বাড়ির ছাদে উঠে নাচ শুরু করেন। রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদেরও তাতে সমর্থন দিতে দেখা যায়। এছাড়া নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা ও বাইডেনের নিজ শহর ডেলাওয়ারের উইলমিংটনসহ বড় শহরগুলোয়ও নেচে-গেয়ে বাইডেনের জয় উদ্যাপন করেছেন তার সমর্থকরা।

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ার দিনভর ছিল বাইডেন সমর্থকদের দখলে। সকাল থেকেই জয়ের সুবাতাস পাওয়া যাচ্ছিল বাইডেনের। তাই ঘুম থেকে উঠেই সমর্থকরা জড়ো হতে থাকেন টাইমস স্কয়ারে। অপেক্ষা করতে থাকেন মাহেন্দ্রক্ষণের। জয়ের সুসংবাদ শোনার পরই উল্লাসে ফেটে পড়েন তারা।

ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের সামনে বাইডেনের বিজয় উদ্যাপনে অংশ নেন ৩৭ বছর বয়সী শিক্ষক সিন ত্রুপ্পো। সঙ্গে থাকা চার বছর বয়সী মেয়েকে দেখিয়ে তিনি বলেন, ট্রাম্প যখন ক্ষমতা নেন, তখন আমার এই মেয়ের জন্ম।

তাকে এখানে এনেছি ট্রাম্পের বিদায়ের সাক্ষী হতে।

এদিকে নির্বাচনের শুরু থেকেই বেশ সরগরম ছিল হলিউড ইন্ডাস্ট্রি। তারকাদের বড় একটি অংশ আগে থেকেই বাইডেনের হয়ে নানা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। এবার পছন্দের প্রার্থীর জয়ে তারা আনন্দে ভাসছেন।

নির্মাতা প্রতিষ্ঠান মোশন পিকচারের সিইও চার্লস রিভকিন তার এক টুইট বার্তায় জানান, ‘নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। আমি মনে করি, দেশের বেকার সমস্যা থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যা একেক করে বিদায় নেবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আমাদের দেশের বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়া সংরক্ষণে যারা এই বছর কাজ করেছেন তাদের আমরা প্রশংসা করি।

অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার লিখেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা। তোমাদের জয় আমেরিকার জয়। হলিউডের তারকা অভিনেত্রী প্যাটি জেনকিনস তার এক টুইটবার্তায় জানান, আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পরিবর্তনের এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ এবং এতে জয়ের জন্য আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে আবারও ধন্যবাদ।

ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ : এদিকে শনিবার চুতর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভোট পুনরায় গণনার দাবিতে এবং ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ করেছেন রিপাবলিকানরা। আরিজোনার ফনিক্সে ভোট গণনা বন্ধের দাবিতে অস্ত্র হাতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। তাদের স্লোগান ছিল- ‘ভোট চুরি বন্ধ করো’। মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটে ভোট গণনা কেন্দ্রের বাইরে সশস্ত্র বিক্ষোভ হয়েছে।

এ সময় তারা ট্রাম্পের মতো মিথ্যা দাবি করে স্লোগান দেন- ‘আমরা জিতে গেছি’। ফিলাডেলফিয়ার ভোট গণনা কেন্দ্রের কাছ থেকে দুই সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পিটাসবুর্গেও বিক্ষোভ করেছেন রিপাবলিকান সমর্থকরা। নর্থ ক্যারোলিনায় রাজ্য সরকারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে একদল ট্রাম্প সমর্থক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360