আলাস্কায় জিতলেন ট্রাম্প - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আলাস্কায় জিতলেন ট্রাম্প - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

আলাস্কায় জিতলেন ট্রাম্প

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। এ রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।

৭৫ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)। খবর এপি।

এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি। যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর শনিবার জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি।

নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ দাবির ওপর বিশ্বাস নেই বেশিরভাগ মার্কিনিরই।

যদিও জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করার ঘটনা লজ্জাজনক এবং এর জন্য ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকবে না।

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি। এরপর সাদা বাড়ির দখল ছেড়ে দিতে হবে নয়া মার্কিন প্রেসিডেন্টের হাতে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360